৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে বিএনপি অফিসে হামলা আওয়ামী লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে লালদিঘীর পাড় এলাকায় অবস্থিত বিএনপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে পোস্ট অফিসপাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুর রহমান মৃধা এবং রিয়াদুর রহমান নামের আরও একজনকে। শুক্রবার (৪ জুলাই) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই নিজ বাড়ি থেকে আব্দুর রহমান মৃধাকে এবং আরএন রোড এলাকা থেকে রিয়াদুর রহমানকে আটক করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়, আব্দুর রহমান মৃধা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং সম্প্রতি দলীয় বিভিন্ন কর্মসূচিতেও অংশ নিয়েছেন। পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুর রহমান মৃধার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ প্রেক্ষিতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে, রিয়াদুর রহমানের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় এবং হামলার ঘটনায় তার সম্পৃক্ততা না থাকায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, হামলার ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য দেখা দিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়