৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর এমএম কলেজে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উন্মোচন অনুষ্ঠান

খন্দকার রুবাইয়া
‘যশোরের মাটি, ইতিহাসের ঘ্রাণ, অ্যালামনাই গড়ুক সৌহার্দ্যের জয়গান’ শ্লোগানকে ধারণ করে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগে বইছে আনন্দের হাওয়া। আগামী ১ নভেম্বরকে সামনে রেখে ইতিহাস বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ‘১ম ইতিহাস পুনর্মিলনী ২০২৫’ আয়োজনের প্রস্তুতি চলছে জাঁকজমকভাবে। ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এই বিভাগে বর্তমানে চলছে ৬৩তম ব্যাচের অধ্যয়নকাল। ইতিহাসের এই দীর্ঘ পথচলায় প্রথমবারের মতো গঠিত হলো ‘ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’, যার লক্ষ্য প্রাক্তন ও বর্তমানদের বন্ধনকে দৃঢ়তর করা এবং ইতিহাসচর্চার ধারা আরো সমৃদ্ধ করা। এই শুভ উদ্যোগের অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উন্মোচন অনুষ্ঠান। এতে সভাপতিত্ব ও লোগো উন্মোচন করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক প্রফেসর শামীমা আখতার। স্বাগত বক্তব্য দেন যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ইতিহাসের সহকারী অধ্যাপক ড. ওয়াহেদুল ইসলাম।প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য ও দুই গুণী শিক্ষার্থী—চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের ইতিহাসের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান এবং ঝিকরগাছার সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের ইতিহাসের প্রভাষক ফারহানা হক। বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নুরুন্নবী হৃদয় ও হামিদা হিমু ও শিমন বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী লিমা খাতুন। লোগো উন্মোচনের মধ্য দিয়ে এই মিলনমেলার ক্ষণ গণনা শুরু হলো। প্রাক্তনদের স্মৃতিচারণা, বর্তমানদের অংশগ্রহণ এবং শিক্ষকদের উৎসাহে ইতিহাস বিভাগে যেন প্রাণ ফিরে পেলো নতুন করে। এ আয়োজন শুধু একটি মিলনমেলা নয়, এটি একটি ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষার ঘোষণা আর লক্ষ্য একটাই—ইতিহাসের বন্ধনে ঐক্যের ভবিষ্যৎ গড়া। এসময় উপস্থিত ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহ্জাহান কবীর ও প্রভাষক মোঃ হাশেম আলী ।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়