শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জিয়াউদ্দিন জিহান (১৬) নামে এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জিয়াউদ্দিন জিহান মোটর চালিত ভ্যান চালিয়ে লাকুড়তলা থেকে রায়েন্দা বাজারে রওনা দিয়েছিলেন। লাকুড়তলা বাজারের দক্ষিণ পাশে মসজিদের কাছে মোটর চালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। জিয়াউদ্দিন জিহানকে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃতঃ ঘোষণা করেন। জিয়াউদ্দিন জিহানের পিতা ইউসুব হাওলাদার বর্তমানে ওমানে আছেন। নিহত জিয়াউদ্দিন জিয়ানের বাড়ি শরণখোলা উপজেলার ৩ নং না রায়েন্দা ইউনিয়নের ৯ নং জিলবুনিয়া ওয়ার্ডে। শরণখোলা থানার সাব ইন্সপেক্টর মোঃ আব্দুল আজিজ বলেন সুরতহাল রিপোর্ট শেষে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে মাদ্রাসা শিক্ষার্থী জিয়াউদ্দিন জিহানের লাশ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।