১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

টান বৃষ্টিতে তলিয়ে গেছে অভয়নগর

মিঠুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় টানা ৬ দিনের অতিবৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা,এছাড়া সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কখনও ভারী, কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন এলাকাবাসী। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সড়ক-অলিগলি থেকে শুরু করে বাসাবাড়িতেও পানি। বিভিন্ন সড়কের উপর পানি জমে থাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলার ভবদহ অঞ্চলের বিলগুলোতে বেড়েছে পানি। গত কয়েকদিনের টানা বৃষ্টি এখনও অব্যাহত আছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, টানা বৃষ্টিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে পানি জমে থাকায় চলাচলের সমস্যা হচ্ছে। এদিকে নওয়াপাড়া পৌরসভার গুয়াখোলা, বুইকরা, জাফরপুর, গাজিপুর, লক্ষীপুর, আমঙাঙ্গা, আন্ধা ও গ্রামের শতাধিক বাড়িঘর ১ থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে। এ ছাড়াও উপজেলার লক্ষীপুর, চেঙ্গুটিয়া, আমডাঙ্গা, চলিশিয়া, বাগদহ, বেদভিটা, বলারাবাদ, পায়রা, সুন্দলীসহ বিলসংলগ্ন শতাধিক বাড়িতে পানি উঠেছে। পৌরসভার ৯টি ওয়ার্ডের শতাধিক বাড়িতে পানি ঢুকে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারে কেনাবেচায় নেমেফে ধ্বস ।নওয়াপাড়া বাজারের সবজি বিক্রেতা একরাম হোসেন বলেন, অতি বৃষ্টির কারনে বেচাবিক্রি অনেক কম হচ্ছে। বৃষ্টির কারনে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। পৌরসভার বুইকরা গ্রামের আবুল মোল্যা জানান, বৃষ্টির পানিতে আমার বাড়ির উঠানে দেড় ফুট পানি উঠে গেছে। রান্নাঘরে পানি ঢুকে যাওয়ায় ঘরের মধ্যে রান্না করতে হচ্ছে।
লক্ষীপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন আমাদের গ্রামের প্রায় ২০ থেকে ২৫ টি বাড়িতে পানি উঠে গেছে। যাতায়াতের রাস্তাও পানির নিচে। চলাচল করতে খুবই অসুবিধা হচ্ছে। নওয়াপাড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল জানান, অতি বৃষ্টির কারণে পৌরসভার মধ্যে জমে থাকা পানি নিস্কাশনের জন্য বেশ কয়েকটি স্থানে পাইপ কালভার্ট স্থাপন করা হয়েছে। প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামে কয়েকটি রাস্তা ও বাড়িতে পানি জমে আছে। সেখানেও পানি সরানোর ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, নওয়াপাড়া পৌরসভা ও অভয়নগর উপজেলায় অতি বৃষ্টির কারণে আউশ ধানের ৬৬০ হেক্টর জমির ব্যাপক ক্ষতি হয়েছে, এছাড়া আমন ধানের বীজতলা ২৪০ হেক্টর, শাক সব্জি ৪৫০ হেক্টর ও মরিচ ১’শ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে আউশ, আমনের বীজতলা ও সব্জি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। নওয়াপাড়া বাজারে কেনাবেচায় ধ্বস নেমেছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়