১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চৌগাছায় শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

এমএ রহিম, চৌগাছা
সারাদেশে চলমান খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও নানা নৈরাজ্যের প্রতিবাদে যশোরের চৌগাছায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। রোববার (১৩ জুলাই) বিকেলে শহরের প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ‘আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘সোহাগ হত্যার বিচার চাই’ এমন নানা প্রতিবাদী স্লোগানে মুখর ছিল শিক্ষার্থীদের কণ্ঠ। বিক্ষোভ শেষে প্রেসক্লাব মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম, মুখপাত্র ইয়াছিন আরাফাতসহ সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। আহ্বায়ক রাশিদুল ইসলাম রিতম বলেন, দেশে আজ নৈতিকতা হারিয়েছে, খুন, ধর্ষণ, চাঁদাবাজি যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। অরাজকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে চাই। বিশেষ করে সম্প্রতি ঢাকায় নৃশংসভাবে খুন হওয়া ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার এখনো হয়নি। এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সাধারণ মানুষের আইনের প্রতি ভরসা নষ্ট হয়ে যাবে। আমরা চাই অবিলম্বে সোহাগ হত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক। এ সব অপরাধীরদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়