১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

স্বৈরাচার সরকারের দোশরা এখনও কুক্ষিগত করে রেখেছে মণিরামপুরের মদনপুর ডিগ্রী কলেজ

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
স্বৈরাচার আওয়ামী সরকারের দোশররা এখনও মণিরামপুরের মদনপুর ডিগ্রী কলেজ পরিচালনা করছে। যা রীতিমত স্বৈরাচার হটাও আন্দোলন কারীদের হৃদপিন্ডে আঘাত করছে। ফলে বিষয় নজরে এনে দ্রুত বিহিত করার প্রয়োজন। বিভিন্ন সুত্রে জানা যায়- যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মদনপুর গ্রামে অবস্থিত মদনপুর ডিগ্রী কলেজ। ঐতিহ‍্যবাহী এই কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর প্রভাব মুক্ত ছিলো। কিন্তু বিগত ১৭ বছর যাবৎ স্বৈরাচার সরকারের দোশর হিসাবে খ‍্যাত কলেজের গুটি কয়েক শিক্ষক ও ষ্থানীয় আওয়ামী নেতারা কলেজটি কুক্ষিগত করে রাখে। এদিকে ৫ আগষ্ট স্বৈরাচার সরকার পতন ও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কলেজটি কুক্ষিগত করে রাখা আওয়ামী সেই নেতারা গা ঢাকা দেয়। অথচ স্বৈরাচার সরকারের সেই দোশর শিক্ষকরা কৌশল অবলম্বন করে এখনও কলেজটি কুক্ষিগত করে রেখেছে এবং পরিচালনা করছে। যেমন আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক। তিনি আওয়ামী লীগের একজন প্রার্থী হিসেবে শিক্ষক প্রতিনিধি ছিলেন। তৎকালীন সভাপতি শওকত ওসমান এর জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ভোট চেয়ে ছিলেন এই শিক্ষক। তিনি এখন ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। যেটা বিরল। ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হিসেবে কাউকে কখনো দায়িত্ব পালন করতে দেখা যায় না। রেজাউল করিম স্যার কলেজের একটা নবীন বরণ অনুষ্ঠানে খালেদা জিয়া সম্পর্কে অনেক কটুক্তি মূলক বক্তব্য দিয়েছিলেন। এখনো কিভাবে অধ্যক্ষের অনুপস্থিতিতে আওয়ামী দোশর ওই রেজাউল করিম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পান। মমিনুর রহমান, সহকারী অধ্যাপক। তার ঝিকরগাছা বাজারে স্টেশনারি দোকান আছে। সে এখনো ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য রয়েছে। অথচ মমিন স‍্যার ক্রয় কমিটির সদস‍্য রয়েছেন। নিজের স্টেশনারী দোকান থেকে কলেজের মালামাল সরবরাহ করেন। অভিযোগ স্বৈরাচার সরকারের দোশর মদনপুর ডিগ্রী কলেজের শিক্ষক আব্দুস সালাম, রেজাউল করিম, আসাদুজ্জামান, মমিনুর রহমান পরিচালনা করছে বর্তমান শিক্ষক প্রতিনিধি রুহুল কুদ্দুস টিটো স্যারের পাশ কাটিয়ে এনাদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। যা রিতীমতো নিয়ম বর্হিভূত। এক কথায় কলেজটি এখনও স্বৈরাচার সরকারের দোশর শিক্ষকরাই পরিচালনা করে আসছে। বিষয়টা নিয়ে স্থানীয় বিএনপি’র অনেকেই দুঃখ প্রকাশ করে বলেন- স্বৈরাচার সরকারের দোশররা এখনও কি ভাবে কলেজটি পরিচালনা করছে। আমরা এটির পরিবর্তন চাই। নাম প্রকাশে অনেচ্ছুক অনেক শিক্ষক বিষয়টি সঠিক বলে জানান। এবিষয়ে কথা বলার জন‍্য ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আসাদুজ্জামানের 01920119300 নম্বরে যোগাযোগ করে পাওয়া যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়