প্রতিদিনের ডেস্ক
সুনেরাহ বিনতে কামালের প্রথম সিনেমা ছিল ‘ন ডরাই’। এ সিনেমার মাধ্যমেই তিনি জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। নতুন করে তার অভিষেক হওয়া ছবি ‘ন ডরাই’ মুক্তি পাবে নেপালে। জানা গেছে, গতকাল থেকে ২১শে জুলাই পর্যন্ত একটা বিরতি নিয়েছেন সুনেরাহ। ২২শে জুলাই থেকে আবার দাঁড়াবেন ক্যামেরার সামনে। তবে, এই ফাঁকে বেশ কয়েকটি পাণ্ডুলিপি পড়বেন। সেগুলোর মধ্যে আছে নাটক ও চলচ্চিত্র। সুনেরাহ চলচ্চিত্রেরই মানুষ। গত বছর থেকে নাটকও করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, মাঝখানে অনেক দিন নাটকে ছিলেন না। চলচ্চিত্রের জন্যই বিরতিটা পড়েছে। এবার সেই বিরতি ভাঙতে যাচ্ছি। এ ছাড়া তিনি আরও বলেন, আমি কখনো ছোট পর্দা বা বড় পর্দা নিয়ে চিন্তা করিনি। সব মাধ্যমেই কাজ করতে চেয়েছি। এখনো চাই। নাটক করার ইচ্ছা থাকলেও মাঝখানে চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করেছি। ফলে কাজ করা সম্ভব হয়নি। ২২শে জুলাই নাটকের শুটিং দিয়েই বিরতি ভাঙবো। এমনকি এরপরেও আরও কয়েকটি নাটকের জন্য শিডিউল দিয়ে রেখেছি। তিনি আরও জানান, এ বছর তার নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। যদিও এখন নতুন ছবির বিস্তারিত জানাবেন না তিনি। এ প্রসঙ্গে সুনেরাহ বলেন, আমরা এরই মধ্যে শুটিং সম্পন্ন করেছি। দারুণ একটা প্রজেক্ট। নির্মাতা ও আমার সহশিল্পী সবাই মেধাবী। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা।

