প্রতিদিনের ডেস্ক
বলিউডে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘আঁখো কি গুস্তাখিয়া’ সিনেমায় অভিষেক হলো শানায়া কাপুরের। নবীন এই অভিনেত্রীর বাবা জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুর। অভিনেত্রীর পুরো পরিবার বলিউডের অভিনয় শিল্পের সঙ্গে সম্পৃক্ত। তার দুই চাচা বিখ্যাত অভিনেতা অনিল কাপুর এবং চিত্রনির্মাতা বনি কাপুর। শানায়া শুধু রুপালি পর্দায় লাস্যময়ী নন, এর বাইরে তিনি ব্যক্তি জীবনে গ্ল্যামার ও স্টাইলের দিক থেকেও অনেকটা এগিয়ে। স্টার কিডস হলে বলিউড সিনেমায় যেমন সুবিধা রয়েছে, ঠিক তেমনি বিপরীত চিত্রও রয়েছে। কারণ বাবা-মা জনপ্রিয় হলে বলিউড সিনেমায় সুযোগ পাওয়া যেমন সহজ, তেমনি নবীনদের কাজের তুলনাও তাদের বাবা-মায়ের অভিনয়ের সঙ্গেই করা হয়; যা একজন নবীন অভিনেতা-অভিনেত্রীর জন্য সত্যিই পীড়াদায়ক। এ বিষয়ে শানায়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তার সাবলীল উত্তর ছিল- আমি আমার অভিনয়ের প্রতিভা দিয়ে বলিউডে জায়গা করে নিতে চাই। আত্মপরিচয় বিষয়টি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সত্য, তারকা বাবা-মায়ের সন্তান হলে বলিউডে কিছু অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়া যায়। কিন্তু বেলা শেষে যোগ্যতা দিয়েই টিকে থাকতে হয়। একজন নবীন অভিনেত্রীর রুপালি পর্দায় টিকে থাকার জন্য যা যা গুণ থাকা দরকার, আমি সেগুলো শিখেই এসেছি। যেমন- অভিনয়, অ্যাকশন, নাচ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিনয়, যার বিকল্প নেই। ‘আঁখো কি গুস্তাখিয়া’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এটি পরিচালনা করেছেন সন্তোষ সিং এবং প্রযোজনার দায়িত্বে রয়েছে- জি স্টুডিও এবং মিনি ফিল্মস।

