১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

১১০ বছরে বোল্যান্ডই সেরা!

প্রতিদিনের ডেস্ক
স্কট বোল্যান্ড কেন নাথান লায়নের জায়গায় সেটা নিজেই প্রমাণ করেছেন অজি পেসার। ক্যারিয়ারে এমনটা স্বপ্নেই ভাবা যায়। কিন্তু বোল্যান্ড সেটা করে দেখালেন বাস্তবে। জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টে এমন বোলিং গড়ের নজির গড়েছেন, যা ১১০ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তাতে ১৫ ম্যাচ ও ২৭ ইনিংসের ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ১৭.৩৩ গড়ে বোল্যান্ডের শিকার ৫৯ উইকেট। অন্তত ২ হাজার বল করেছেন এমন ক্ষেত্রে সর্বশেষ ১১০ বছরের মধ্যে বোল্যান্ডের গড়ই সেরা। ১৯০০ সালের পর থেকে শুধু ইংল্যান্ডের সিড বার্নেসের বোলিং গড় (১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট) বোল্যান্ডের চেয়ে ভালো। বোল্যান্ডের ওপর থাকা বাকি ৬ বোলার আবার ১৮০০ সালের। বোল্যান্ডের কীর্তির দিনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণও দাপট দেখিয়েছে। প্রথম ইনিংসে ২২৫ রান করার পর স্বাগতিকদের মাত্র ১৪৩ রানে গুটিয়ে দিয়েছে অজিরা। তাতে প্রথম ইনিংসে ৮২ রানের লিড পেয়েছে সফরকারী দল। বোল্যান্ডের ৩ উইকেট ছাড়াও ২৪ রানে দুটি নিয়েছেন প্যাট কামিন্স, ৩২ রানে দুটি নেন জশ হ্যাজলউড। জবাবে ক্যারিবিয়ান পেসাররাও দাপট দেখিয়েছে। তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আরও চ্যালেঞ্জের মুখে সফরকারী দল। ৯৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে। ভাগ্য ভালো প্রথম ইনিংসের লিডে ১৮১ রানে এগিয়ে আছে তারা। দ্বিতীয় দিন শেষে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন ৪২* ও প্যাট কামিন্স ৫*। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে ১৯ রানে ৩ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ। ২৬ রানে দুটি নিয়েছেন শামার জোসেফ। একটি নিয়েছেন জাস্টিন গ্রিভস।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়