১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সুদানে ৩০০ জনকে হত্যা করেছে আরএসএফ বাহিনী

প্রতিদিনের ডেস্ক
সুদানের উত্তরের করদোফান রাজ্যে সশস্ত্র আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর হামলায় প্রায় ৩০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। মানবাধিকারকর্মীরা এই খবর জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই হামলা গতকাল সোমবারও চলেছে। ইমারজেন্সি লইয়ার্স নামে একটি মানবাধিকার সংগঠন জানায়, বারা শহরের আশেপাশের বেশ কয়েকটি গ্রামে আরএসএফ-এর সশস্ত্র সদস্যরা ব্যাপকভাবে হামলা চালায়। ওই শহর বর্তমানে আরএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, শাগ আলনোম নামের একটি গ্রামে আগুন লাগিয়ে এবং গুলি করে ২০০ জনের বেশি মানুষ হত্যা করা হয়েছে। আশেপাশের অন্যান্য গ্রামেও লুটপাট ও সহিংসতার ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হন এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। হিলাত হামিদ নামের অপর একটি গ্রামে হামলা চালিয়ে ৪৬ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে গর্ভবতী নারী ও শিশুরাও ছিল বলে জানিয়েছে ইমারজেন্সি লইয়ার্স। জাতিসংঘ জানায়, সংঘর্ষের ফলে ৩ হাজার ৪০০-এর বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র ও একাধিক মানবাধিকার সংগঠন আরএসএফ-এর বিরুদ্ধে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ এনেছে। সূত্র : রয়টার্স

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়