সোহেল আহমেদ কালিগঞ্জ
কালীগঞ্জের মটর মালিক ও যশোর মালিক সমিতির গাড়ি চালানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে যশোর মালিক সমিতির গাড়ি কালীগঞ্জে আটক রাখা হয়। পরবর্তীতে যশোর মালিক সমিতির সদস্যরা কালীগঞ্জের দশটি গাড়ি আটকে রাখে। এরই প্রতিবাদে কালিগঞ্জ ও চুয়াডাঙ্গা শাপলা পরিবহনের বাসগুলি চলাচল বন্ধ করেন কালীগঞ্জ মালিক সমিতি। এতে আজ তিনদিন যাবৎ যশোর টু চুয়াডাঙ্গা পর্যন্ত শাপলা পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এতে সাধারণ মানুষের ভোগান্তির চরমে পৌঁছাইছে ।

