১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইতিহাস গড়ে ট্রফি নিয়ে দেশে ফিরলো টাইগাররা

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজের ট্রফি নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছে টাইগাররা। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন লিটন দাস-তানজিদ তামিম-রিশাদ হোসেনরা। হেড কোচ ফিল সিমন্সসহ এ সময় ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করা হয়। অধিনায়ক লিটনের হাতে ছিল টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি। একটি টেস্ট ড্র করে পরেরটিতে হার। বাংলাদেশের সুযোগ ছিল ওয়ানডে সিরিজে সেই হতাশা কাটানোর। তিন ম্যাচের সিরিজে প্রথমটিতে জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন বোলাররা। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা জয় হাতছাড়া হয়। দ্বিতীয় ওয়ানডেতে জিতলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। হেরেছে ২-১ ব্যবধানে। তবে টি-টোয়েন্টি সিরিজে আর ভুল করেনি টাইগাররা। লঙ্কানদের তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিপক্ষের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে লিটন দাসের দল।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়