কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটে জুলাই আগস্ট গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরণে ও আহতদরে সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল, মৌন মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ওলামা দলের আয়োজনে অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। ওলামা দলের আহবায়ক শেখ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর রহমান আলম, জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফুদৌলা জুয়েল, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত।
জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল তরফদার নেওয়াজ, এ্যাডভোকেট হিরক মিনা, ওলামা দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে, চিতলমারী উপজেলার বিএনপি সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে মৌন মিছিলটি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির নেতা ইঞ্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ এ্যাড.ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক সুভাষ বালা (শুভ), উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, ছাত্রদল আহবায়ক লিমন বিশ্বাস (ইউনুস) সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনে নেতা কর্মী। আলোচনা সভা শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

