১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল ও মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোরে দোয়া মাহফিল ও মৌন মিছিল করেছে বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে যশোর জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনিন্দ্য ইসলাম অমিত তার বক্তব্যে বলেন, ‘আজ রক্তস্নাত জুলাইয়ের বর্ষপূর্তি পালিত হচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম, কিন্তু এক বছর পরও মানুষ ভোটের অধিকার ফিরে পায়নি, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি, আইনের শাসন এখনো অনুপস্থিত।’ তিনি অভিযোগ করেন, ‘নতুন করে দেশি-বিদেশি ষড়যন্ত্রের ফাঁদ পাতা হয়েছে যাতে রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যেই প্রতিপক্ষ হয়ে পড়ে। এভাবে গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। আমাদের ১৬ বছরের লড়াই যেন ব্যর্থ না হয়, সেটাই আজকের শপথ।’

বক্তব্যে তিনি আরও বলেন, ‘আজ যখন গণতান্ত্রিক সরকারের অধীনে বর্ষপূর্তি উদযাপনের কথা ছিল, তখন আমরা দেখি জনগণ অধিকারহীন। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে স্বৈরাচার টিকিয়ে রাখা হচ্ছে। গোপালগঞ্জের ঘটনাই তার উদাহরণ।’ তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়েছে। কিন্তু আমরা সংযম দেখিয়েছি। এর জবাব আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেব ইনশাআল্লাহ।’ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকৌশলী টি এস আইয়ূব, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, এহসানুল হক সেতু, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, এম তমাল আহমেদ, আনসারুল হক রানা, রাশিদা রহমান, ফেরদৌসী বেগম, মোস্তফা আমির ফয়সাল, রাজিদুর রহমান সাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিল শেষে জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারফ হোসেনের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে কালো ব্যাজ ও পতাকা ধারণ করে দলীয় কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবাজার, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়