১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মহেশপুর সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রেবশকারী আটক

আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, যৌন উত্তেজক ট্যাবলেটসহ (ভায়াগ্রা) অবৈধভাবে অনুপ্রবেশকারীকে আটক করেছে। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭১/৮-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের তরিকুল ইসলামের আম বাগানের ভেতর থেকে হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামিবিহীন ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারগোপালপুর নামক গ্রামের মাঠে নায়েব সুবেদার মো. ওসমান হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামিবিহীন ২৪ বোতল ফেনসিডিল এবং ৪৩ বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়া ওই দিন রাতে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬৮/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের মো. সোনা মিয়ার আম বাগানের হতে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ২ কেজি গাঁজা এবং ৩৮৪ পিচ যৌন উত্তোজক ট্যাবলেট (ভায়গ্রা) উদ্ধার করা হয়। একই দিনে সন্ধ্যার দিকে মহেশপুর সীমান্তের কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৪৭-আর হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মাঠে নায়েক মো. খোদাবক্সের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়