তারিক হাসান বিপুল
শুক্রবার বিকাল ৪টায় যশোর শহরে অনুষ্ঠিত হলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর বিশেষ গণসংযোগ কর্মসূচি। এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা কর্মসূচিকে প্রাণবন্ত ও সফল করে তোলে। কর্মসূচির শুরুতে বিকাল ৪টায় যশোর জজকোর্ট মসজিদের সামনে নেতাকর্মীরা সমবেত হন। বিকেল ৫টায় একটি প্রতীকী রিকশা র্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এরপর ৬টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ এবং সন্ধ্যা ৭টায় ভৈরব চত্বরে অনুষ্ঠিত হয় প্রধান পথসভা ও সাংবাদিকদের ব্রিফিং। কর্মসূচিতে আপ বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, কেন্দ্রীয় সদস্য দ্বীন ইসলাম, দেলোয়ার হাসান শিশির এবং তাওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন শোয়াইব হোসাইন, হাবিবুর রহমান নাসির, আল মামুন লিখন, ফাহিম আল ফাত্তাহ, আরাফাত হোসেন, ফয়সাল হোসেন, তৃণা খাতুন, ও খালেদ হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ “জুলাইয়ের আকাঙ্ক্ষা” বাস্তবায়নের প্রত্যয়ে সবাইকে ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সাধারণ মানুষের সরব উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি গণমুখী উৎসবে রূপ নেয়। এ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকার জন্য ইউনাইটেড পিপলস বাংলাদেশ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আপ বাংলাদেশ জানিয়েছে, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের আকাঙ্ক্ষা জানাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

