বুলগেরিয়ার সোফিয়ায় বসবাস করেন ২৮ বছর বয়সী আন্দ্রেয়া ইভানোভা। তার অদ্ভুত এক নেশা চাপল। নিজের ঠোঁটকে বিশ্বের সবচেয়ে বড় করার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে প্রায় ২০,০০০ পাউন্ড খরচ করেছেন। বছরের পর বছর ধরে ‘লিপ ফিলার’ নেওয়ার ফলে তার ঠোঁট এতটাই ফুলে উঠেছে যে অনেক চিকিৎসক এখন তাকে আর চিকিৎসা দিতে অস্বীকার করছেন। আন্দ্রেয়া একজন সহকারী নার্স। তিনি শুধু ঠোঁটেই সীমাবদ্ধ থাকেননি। তার চিবুক, চোয়াল ও গালের হাড়ে হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন নিয়েছেন। ৬০০ সিসি সিলিকন ইমপ্লান্টসহ স্তন বৃদ্ধির সার্জারি করিয়েছেন। সবশেষে, সম্পূর্ণ রূপান্তরিত চেহারায় তিনি এখন বার্বি-সদৃশ স্বর্ণকেশী চুল, ব্লিচ করা ভ্রু, বড় নকল পাপড়ি ও গাঢ় লিপস্টিকের মাধ্যমে নিজের লুক সম্পূর্ণ করেছেন। কিন্তু আন্দ্রেয়া সবসময় এমন ছিলেন না। সার্জারির আগে তিনি একেবারেই আলাদা ছিলেন। তার পুরনো ছবিগুলো দেখে অনেকেই অবাক হন। ইনস্টাগ্রামে তার ৩৮ হাজারেরও বেশি অনুসারী। তাদেরকে নিয়ে আন্দ্রেয়া বলেন, আমি বড় ঠোঁট, ফিলারে ভরা মুখ, ভারী ও অদ্ভুত মেকআপ পছন্দ করি। সাধারণ সৌন্দর্য আমার কাছে বিরক্তিকর, তাই আমি সম্পূর্ণভাবে আমার চেহারা বদলেছি। যদিও তার পরিবার প্রায়ই সমালোচনা করে- বিশেষ করে বাবা-মা ও দাদা-দাদি বলেন, দেখতে তোমাকে ভয়ঙ্কর লাগে। তবুও তিনি সেসব কথায় পাত্তা দেন না। তার ভাষায়, আমি প্রাপ্তবয়স্ক। আমার শরীরে কি করব তা আমার সিদ্ধান্ত। আমার বন্ধুরা আমাকে যেমন আছি তেমনই মেনে নেয়, তারা অভ্যস্ত হয়ে গেছে। এখন আর অবাক হয় না।
‘বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট’-এর মালিক আন্দ্রেয়া
Previous article
Next article
আরো দেখুন
এআই দিয়ে আহত হাতের ছবি বানিয়ে ছুটি নিলেন অফিস কর্মী
প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি এক কর্মী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অফিস থেকে ছুটি নেওয়ার একটি অদ্ভুত ঘটনা ঘটিয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। গুগলের...
গাড়ির ছাদ ভেঙে ভেতরে ঢুকে পড়ল উট, আহত ২
প্রতিদিনের ডেস্ক
ভারতের যোধপুর শহরে একটি মারাত্মক দুর্ঘটনায় উটের সঙ্গে সংঘর্ষে একটি প্রাইভেট কারের ছাদ ভেঙে ভেতরে ঢুকে যায় বিশাল দেহী উটটি। এতে উট...

