১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

১০ দিনেও খোঁজ মেলেনি কালীগঞ্জের নানী-নাতির

সোহেল আহমেদ, কালিগঞ্জ
কালীগঞ্জে পরকীয়ায় কিশোর নাতির হাত ধরে সুন্দরী স্ত্রীর নিরুদ্দেশ হওয়ার ১০ দিন গত হলেও তাদের সন্ধান করতে পারিনি হতভাগা নানা আব্দুল মান্নান । সন্তানদের বুক ভরা আর্তনাদের জন্য ফিরে পেতে চাই তার স্ত্রীকে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন আত্মীয়-স্বজনসহ শহরের আবাসিক হোটেলে পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও তাদের সন্ধান পাচ্ছে না। এতে নানা আব্দুল মান্নান পাগল প্রায়। উল্লেখ্য উপজেলার বাবরা গ্রামের ৩ সন্তানের জননী সুন্দরী তাসলিমা খাতুন (৪০) তার নাতি ছেলে একই গ্রামের মেহেদী হাসান(১৫) কে নিয়ে নিরুদ্দেশ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ ই জুলাই গভীর রাতে তারা দুজন দুজনের হাত ধরে বাড়ি থেকে অজানা উদ্দেশ্যে বের হয়ে গেছে। তাসলিমা খাতুনের স্বামী আব্দুল মান্নান সাংবাদিকদের নিকট ঘটনার বর্ণনায় জানান নাতি তার বাড়িতে অবাধে যাওয়া আসা ছিল। কখনোই কল্পনা করেনি যে তার স্ত্রীর সাথে এই সম্পর্ক হতে পারে। কিন্তু বাড়ির আশপাশের লোকজন সন্দেহ করতো এবং তার কাছে ঘটনাটা কয়েকজন বলেছেন। সে কখনোই বিশ্বাস করত না কিন্তু হঠাৎ নানা আব্দুল মান্নানের চোখে খারাপ কিছু ধরা পড়ে এবং সেদিন সে তার স্ত্রীকে বকাবকি ও মারধর করে ফলে তার তিন সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে ওই রাতে নাতিকে নিয়ে উধাও হয়ে যায়। মান্নান তার স্ত্রীকে ফেরত পেতে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছে এবং তার তিন সন্তানের মুখে দিকে তাকিয়ে তার স্ত্রীকে সে ফেরত পেতে চায়। এই ঘটনা এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়