মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামে নির্মাণ শ্রমিক রুহুল আমিন (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার সকাল ৯.৪০ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর – কালিগঞ্জ সড়কের কাশিপুর নামক স্থানে। তিনি শিশারকুন্ড গ্রামের হামিদুল ইসলামের ছেলে।জানা যায়,রুহুল আমিন পেশায় এক জন নির্মাণ শ্রমিক। বুধবার সকালে মোটরসাইকেল যোগে কালিগঞ্জের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর-কালিগঞ্জ কাশিপুর পৌছালে বিপরীত দিক থেকে আসা আলমসাদুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় রুহুল আমিন (২৫) ঘটনা স্হলে মারা য়ায় । খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

