১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোটচাঁদপুর মোটরসাইকেল দুর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামে নির্মাণ শ্রমিক রুহুল আমিন (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। বুধবার সকাল ৯.৪০ মিনিটের সময় ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর – কালিগঞ্জ সড়কের কাশিপুর নামক স্থানে। তিনি শিশারকুন্ড গ্রামের হামিদুল ইসলামের ছেলে।জানা যায়,রুহুল আমিন পেশায় এক জন নির্মাণ শ্রমিক। বুধবার সকালে মোটরসাইকেল যোগে কালিগঞ্জের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর-কালিগঞ্জ কাশিপুর পৌছালে বিপরীত দিক থেকে আসা আলমসাদুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় রুহুল আমিন (২৫) ঘটনা স্হলে মারা য়ায় । খবর পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়