নিজস্ব প্রতিবেদক
যশোরে খাবারের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান করে এক ইজিবাইক চালকের গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে কোতোয়ালি থানাধীন রূপদিয়া বাজার এলাকা থেকে এ ঘটনা শুরু হয়।
আহত ইজিবাইকচালকের নাম তুহিন (১৮)। তিনি যশোর কোতোয়ালি থানার রাজারহাট গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে। পেশায় ইজিবাইক চালক। পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে রূপদিয়া বাজার থেকে তিনজন যাত্রী তুহিনের ইজিবাইক রিজার্ভ করে যশোর শহরের নীলগঞ্জ যাওয়ার কথা বলেন। পথে তারা তুহিনকে আপেল ও জুসের সঙ্গে চেতনা নাশক মিশিয়ে খাওয়ায়। কিছু সময় পর তুহিন ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে কোতোয়ালি থানাধীন ফতেপুর ইউনিয়নের আহাদ সাহেবের ইটভাটার পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরিবারের লোকজন তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।

