১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পারিবারিক কলহে বড় ভাইয়ের কোপে বোন নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক কলহের জেরে আপন ভাইয়ের কোপে আহত হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শারমিন (৩৫)। তিনি কোতোয়ালি থানার সুজলপুর এলাকার বাসিন্দা এবং শিমুল হোসেনের স্ত্রী। ভুক্তভোগী পরিবার স্থানীয় সাহারুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুলাই ২০২৫) বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে পারিবারিক বিরোধের একপর্যায়ে শারমিনের বড় ভাই খোকন মোল্লা (৪৫), পিতা: কাসেম মোল্লা—হাতাহাতির মধ্যে ক্ষিপ্ত হয়ে বোনের স্বামী শিমুল হোসেনকে হাসুয়া দিয়ে কোপাতে যান। এ সময় শারমিন বাধা দিতে গেলে তাকেই লক্ষ্য করে কোপ চালান খোকন। গুরুতর রক্তাক্ত অবস্থায় শারমিন মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত সাংবাদিকদের জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়