নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার লেবুতলা কোদালিয়া বটতলা এলাকায় বাসে ওঠার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ফারিয়া (১৩) নামের এক স্কুলছাত্রী। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে। আহত ফারিয়া কোদালিয়া লেবুতলা গ্রামের মাহবুব রহমানের মেয়ে এবং খাজুরা মণীন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠার সময় হঠাৎ পা পিছলে ফারিয়া গাড়ির নিচে পড়ে যায়। এতে বাসের চাকার নিচে পড়ে সে গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে সহপাঠী ও আশপাশের শিক্ষার্থীরা। তারা যশোর-মাগুরা সড়কের কোদালিয়া বটতলা মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করেন। পরে তারা অবরোধ তুলে নেয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

