প্রতিদিনের ডেস্ক
আগামী মাসের অস্ট্রেলিয়া সফরের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে তরুণ ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের জায়গা হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রেনেলান সুব্রায়েন। সফরে তিনটি টি-টোয়েন্টির সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০-১৬ আগস্ট। তার পর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৯-২৪ আগস্ট। ৩১ বছর বয়সী সুব্রায়েনের এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছে। অভিষেক হয়েছে ব্রেভিস ও প্রিটোরিয়াসেরও। তিনজনকেই সীমিত ওভারের দলে রাখা হয়েছে। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে বিশ্রাম পেলেও এই সফরের দলে ফিরেছেন এইডেন মারক্রাম, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস। তবে অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ইনজুরিতে ছিটকে গেছেন। টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন মারক্রাম। ওয়ানডেতে তেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মারক্রাম (অধিনায়ক), করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কোয়েনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন এবং রাসি ভ্যান ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ওয়ানডে স্কোয়াড: তেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মারক্রাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস এবং প্রেনেলান সুব্রায়েন।

