প্রতিদিনের ডেস্ক
তারা ছিলেন ক্রীড়াঙ্গনের অন্যতম ‘পাওয়ার কাপল’। দুজনই নিজ নিজ খেলার মহাতারকা। জার্মান ফুটবল গ্রেট বাস্তিয়ান শোয়েন্সটেইগার দেশের হয়ে জিতেছেন ২০১৪ বিশ্বকাপ। অন্যদিকে ২০০৮ সালে ফরাসি ওপেন জেতা সার্বিয়ান টেনিস সুন্দরী আনা ইভানোভিচ একসময় মেয়েদের টেনিসের একনম্বর খেলোয়াড় ছিলেন। বিবাহিত জীবনের এক দশক পূর্তির আগেই থেমে গেল এই ক্রীড়া জুটির যুগল পথচলা। জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে তাদের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন ইভানোভিচের আইনজীবী। দুজনের মধ্যে মতপার্থক্য ক্রমেই বাড়তে থাকায় নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন ইভানোভিচ ও শোয়েন্টসটেইগার। ২০১৪ সালে পরিচয়ের পর প্রণয়পর্ব সেরে তারা বিয়ে করেছিলেন ২০১৬ সালে। বিয়ের পর টেনিসকে বিদায় জানিয়ে দেন ইভানোভিচ। একে একে তাদের সংসারে আসে তিন সন্তান। ৩৭ বছর বয়সি ইভানোভিচ সংসার নিয়ে ব্যস্ত থাকলেও টিভিতে ফুটবল বিশ্লেষকের কাজের জন্য বিশ্ব চষে বেড়াতে হয় ৪০ বছর বয়সি শোয়েন্সটেইগারকে। এ নিয়ে দাম্পত্য কলহের কারণে গত কয়েক বছর সন্তানদের নিয়ে নিজের দেশে সার্বিয়াতে ছিলেন ইভানোভিচ। পরে স্বামীর পরকীয়ায় জড়ানোর খবর শুনে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি। সিলভা নামের এক বুলগেরিয়ান নারীর সঙ্গে নাকি গোপন প্রণয় চলছে শোয়েন্সটেইগারের।

