১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধের হুঁশিয়ারি থাইল্যান্ডের

প্রতিদিনের ডেস্ক
থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত সংঘর্ষ দ্বিতীয় দিনে গড়িয়েছে এবং পরিস্থিতি আরো জটিল আকার নিচ্ছে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই শুক্রবার সতর্ক করে বলেন, ‘সংঘর্ষ যুদ্ধের দিকে গড়াতে পারে।’ ইতিমধ্যে দুই দেশের মধ্যে প্রাণঘাতী হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের সাধারণ জনগণ ও সেনারা হতাহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের বিতর্কিত সীমান্তজুড়ে শুরু হয় তীব্র লড়াই। যুদ্ধবিমান, আর্টিলারি, ট্যাংক ও স্থলসেনা মোতায়েন করে উভয় পক্ষ যুদ্ধকালীন প্রস্তুতি নেয়। শুক্রবার সন্ধ্যায় এই সংকট নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে চলেছে।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ জনই বেসামরিক এবং একজন সেনাসদস্য। আহত হয়েছে আরো ৪৬ জন, যার মধ্যে ১৫ জন সেনা। দেশটির সীমান্তবর্তী এলাকা থেকে ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কাম্বোডিয়ার ওদ্দার মিনচে প্রদেশ থেকে জানা গেছে, সেখানে একটি গ্রামে গোলাবর্ষণে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আরো পাঁচজন আহত হয়েছেন। থাই প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই বলেন, ‘আমরা প্রতিবেশী হিসেবে আপসের চেষ্টা করেছি, কিন্তু এখন সেনাবাহিনীকে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি আরো খারাপ হলে তা যুদ্ধেও রূপ নিতে পারে।’ কাম্বোডিয়ার সীমান্তবর্তী শহর সামরংয়ে গোলাগুলির শব্দে আতঙ্কে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। সামরং শহরের কাছাকাছি এএফপির সাংবাদিকরা সেনাদের রকেট লঞ্চার নিয়ে সীমান্তের দিকে দ্রুত এগিয়ে যেতে দেখেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়