১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

নিখোঁজের ৩৬ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্রীর, উদ্বেগে পরিবার

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় নিখোঁজের ৩৬ দিন পার হলেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী মন্দিরা দাসের (১৬)। এ ঘটনায় পরিবার অপহরণ মামলা করলেও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন তার স্বজনরা। মন্দিরা সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বীনেরপোতা এলাকার বাসিন্দা বাসুদেব দাসের মেয়ে। গত ১৮ জুন সন্ধ্যায় বাড়ির সামনে থেকে তাকে তুলে নিয়ে যায় স্থানীয় যুবক দীপ্ত অপু এমনটাই দাবি পরিবারের। মন্দিরার বাবা বাসুদেব দাস বলেন, আমার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত দীপ্ত। বহুবার স্থানীয়ভাবে বিচার চেয়েছি। অবশেষে মেয়েকে অপহরণ করল। ২০ জুন থানায় অভিযোগ করতে গেলে সেটি না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন পুলিশ। পরে আদালতের নির্দেশে ৪ জুলাই মামলা নেয় সদর থানা। তবে এখনও মন্দিরা নিখোঁজ। মেয়ের মা বিশিখা রানী দাস বলেন, প্রশাসনের অনেক জায়গায় গেছি। কিন্তু মেয়েকে উদ্ধার করা যায়নি। আমরা জানি না, সে বেঁচে আছে কি না। একজন আসামিকে গ্রেপ্তার করলেও বাকিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) আব্দুল্লাহিল আরিফ নিশাত বলেন, চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কাজের চাপ থাকায় কিছুটা দেরি হচ্ছে। আশা করছি, দ্রুত উদ্ধার সম্ভব হবে। মন্দিরার পরিবার সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। তারা চান, তাদের মেয়ে জীবিত অবস্থায় ফিরে আসুক, শেষ হোক এই অনিশ্চয়তা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়