১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘মোস্তাফিজরা খেললে এত সহজে জিততে পারত না পাকিস্তান’

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পরীক্ষানিরীক্ষা চালিয়েছিল বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করেই বাংলাদেশ বিশ্রামে পাঠায় পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমানকে।সে পরীক্ষার ফলটা অবশ্য মোটেও ভালো হয়নি। ৭৪ রানে হারতে হয়েছে স্বাগতিকদের। আর সে কারণেই সাবেক পাকিস্তানি অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক রমিজ রাজার মনে হচ্ছে, বাংলাদেশ পরীক্ষানিরীক্ষাটা বেশিই চালিয়ে ফেলেছে।
তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘দলে এত পরিবর্তন আনতে হলে একটা নিয়ম আছে। সাধারণত দলে ২-৩ জন ম্যাচ উইনার থাকে, তাদের বাদ দেওয়া যায় না। বাকি জায়গায় নতুনদের খেলানো যায়।’
শুরুতে ব্যাট করে পাকিস্তান গতকাল ১৭৮ রানের পাহাড় দাঁড় করায়। মিরপুরের উইকেট বিচারে এ রান বিশাল। বাংলাদেশ এই রান অবশ্য তাড়া করতে পারেনি। শুরুতেই মুখ থুবড়ে পড়ে। ৪১ রানে খুইয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে সাইফউদ্দিনের লড়াই বাংলাদেশকে তিন অঙ্কে নিয়ে যায় বটে, কিন্তু জয় এনে দিতে পারেনি।তবে এমন পরিস্থিতি হতো না, যদি মোস্তাফিজ আর ইমন থাকতেন এই ম্যাচে, বিশ্বাস রমিজের। তিনি বলেন, ‘আমি মনে করি, মোস্তাফিজ আর ইমন (পারভেজ) খেললে এই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। পাকিস্তান অনেক রান করলেও অধিনায়কের হাতে তখনও সুযোগ থাকত।’
এদিকে পাকিস্তান দলে দীর্ঘদিন ধরে নেই মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর পাক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছিল তাদের দলে ফেরানো নিয়ে।
তবে এমন ভাবনার সঙ্গে একমত নন রমিজ। তিনি প্রশ্ন তুলেছেন, ‘এই রকম কঠিন উইকেটে কি রিজওয়ান, বাবর, শাহীন আফ্রিদি কিংবা নাসিম শাহদের প্রয়োজন? এটাও একটা বড় প্রশ্ন।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়