১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে মিনি ট্রাকের সূত্রে ধরা পড়লো সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ সদস্য

নিজস্ব প্রতিবেদক
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাকের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, গত ৩০ মে ২০২৫, রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে যশোরের কোতয়ালী থানাধীন হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা-বারোবাজার পাকা সড়কের লাউখালী কাদারভাগাড় কাঁচা রাস্তার মুখে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক ব্যক্তি অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় জেলা ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়। তারা ঘটনাস্থলে ফেলে যায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের মিনি ট্রাক, ২টি ধারালো গাছিদা, ১টি কাটার, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড এবং ৬টি ফিতার রশি। এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রকে শনাক্ত করে। এরপর ২৫ জুলাই রাত ৩টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানার মহেন্দ্রপুর গ্রাম থেকে প্রথম আসামি মোঃ শাহিন বিশ্বাস (৩২) গ্রেফতার হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা সাভারের রাজাশন পালোয়ানপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় মোঃ হামিদুল ইসলাম (২৯)-কে। এরপর দুপুর ১১টা ৩০ মিনিটে একই এলাকার রাজাশন মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয় তৃতীয় আসামি মোঃ আবুল কালাম (২৪)-কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই ডাকাতির প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মোঃ শাহিন বিশ্বাস (৩২), পিতা-মোঃ আলাউদ্দিন বিশ্বাস, মাতা-জোসনা বেগম, সাং-মহেন্দ্রপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী। মোঃ হামিদুল ইসলাম (২৯), পিতা-ঝড়ু বিশ্বাস, মাতা-হালিমা বেগম, সাং-মহেন্দ্রপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী। মোঃ আবুল কালাম (২৪), পিতা-মোকসেদ মন্ডল, মাতা-রুশিয়া বেগম, সাং-দখলপুর দক্ষিণপাড়া, থানা-হরিণাকুন্ডু, জেলা-ঝিনাইদহ।ডিবি সূত্রে জানা গেছে, এই সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন জেলায় ডাকাতির সাথে যুক্ত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়