প্রতিদিনের ডেস্ক
নাটকের ব্যস্ততম অভিনেত্রী মানসী প্রকৃতি। সম্প্রতি তিনি তার স্বামী নির্মাতা আদিবাসী মিজানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এক ফেসবুক পোস্টে প্রকৃতি লিখেছেন, কোনো মদখোর ভালো স্বামী তো দূরের কথা, সে একজন সন্তানের বাবাও হওয়ার যোগ্য নয়। একজন অন্তঃসত্ত্বা স্ত্রীকে একা ঘরে রেখে ভোর পর্যন্ত বারে গিয়ে মদ খায়। এটা কোন ধরনের মানুষ। ভেবেছিলাম ভালো হয়ে যাবে সে। কিন্তু কুকুরের লেজ তো কখনো সোজা হয় না। এই কথাটাই আবারো প্রমাণ হলো। মানসীর এই কথার প্রেক্ষিতে নির্মাতা মিজান প্রকৃতিকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্তের কথা জানান। তিনি অপর পোস্টে লেখেন, ওকে, আমি তোমাকে ডিভোর্স দেবো। অনেক বেড়ে গেছো। তুমি একটা মিথ্যুক। এরপর প্রকৃতি ফেসবুকে আরেক পোস্টে লেখেন, আমি মেনে নিলাম আমি খারাপ। দিনশেষে একটা ভালো সংসার, ভালো স্বামী পেলে যে কেউ ভালো হয়ে যায়। আমি দিনশেষে সম্মান নিয়ে শান্তিমতো সংসারটা করতে চেয়েছিলাম। আমার মন বা শরীরের অবস্থা কোনোটাই ভালো না। আমার বা আমার বাবুর যদি কিছু হয়, তার পুরো দায়ভার আমি আদিবাসী মিজান আমার হাজব্যান্ডকে দিয়ে যাচ্ছি। আল্লাহ্র কাছে আর আপনাদের কাছে বিচারের ভার দিয়ে যাচ্ছি। ও যেন ক্ষমা না পায়। উল্লেখ্য, তাদের দু’জনের এই কলহের মাঝে অভিনেতা রওনক হাসান তাদের দু’জনকে ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান।

