১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জুলাই বিপ্লবের বার্ষিকীতে যশোর ডিসির হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদ এখন শয়তানের ভূমিকায়’

নিজস্ব প্রতিবেদক
‘ক্ষমতায় থাকা অবস্থায় ফ্যাসিবাদ জালিম ছিল, এখন শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে’-জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে এমন মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজহারুল ইসলাম। রবিবার (২৭ জুলাই) যশোর শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লব: তারুণ্যের ভাবনা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, “ফ্যাসিবাদী শক্তির কয়েকজন ভারতে পালালেও অনেকেই এখনো দেশের ভেতরে রয়ে গেছে। অথচ এক বছরের মধ্যেই মানুষ সব ভুলে গেছে। এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সুস্থতা অনিশ্চিত। এই অবস্থায়ও প্রতিবিপ্লবের চেষ্টা চলছে। কিন্তু দুঃখজনকভাবে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যেই আজ বিভাজন। মানবিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।” অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহিদ আব্দুল্লার পিতা আব্দুর জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. শরীফুজ্জামান ও ছাত্র প্রতিনিধি সামিউল আলম শিমুল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং সঞ্চালনায় ছিলেন নাট্য সম্পাদক মাহদী হাসান। বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি আমান উল্লাহ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়