১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে তিন বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী মোঃ হোসেন মোল্লাকে (৬৫) গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ জুলাই বেলা পৌনে তিনটার দিকে সদর উপজেলার থানার রামনগর হাই স্কুল সংলগ্ন ক্যান্টিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই অলক কুমারদে ও এএসআই শামসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। আটক সাজায় প্রাপ্ত আসামি হোসেন মোল্লার বিরুদ্ধে জিআর মামলা নম্বর ৫৬১/০৬ অনুযায়ী তিন বছরের সাজার রায় রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও মুলতবী ছিল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতারকৃত হোসেন মোল্লা যশোরের সদরের রামনগর মোল্লাপাড়া এলাকার মৃত কালু মোল্লার পুত্র। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়