১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শুভশ্রীর শর্ত

প্রতিদিনের ডেস্ক
দেবের সঙ্গে শুভশ্রী গাঙ্গুলি সর্বশেষ জুটি বেঁধেছিলেন ‘ধূমকেতু’ ছবিতে। দীর্ঘদিন পর আগামী আগস্টে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুভশ্রীকে প্রশ্ন করা হয়, সত্যিই কি একসময়কার হিট জুটিকে পর্দায় আর একসঙ্গে দেখা যাবে না? জবাবে পাল্টা প্রশ্ন করেন শুভশ্রী। তিনি বলেন, আমরা কি একবারও বলেছি? সোশ্যাল মিডিয়াতে তো অনেকে অনেক কথা বলে। সেগুলোতে কান দিয়ে লাভ নেই। আমরা সকলেই পেশাদার অভিনেতা। সকলেই কাজ করতে এসেছি। আমরা প্রত্যেকে নিজেদের কাজের প্রতি নিবেদিত প্রাণ। সৎভাবে নিষ্ঠা সহকারে আমরা আমাদের কাজটা করি। শর্ত জুড়ে অভিনেত্রী বলেন, যদি কোনো চরিত্র ও গল্প খুব মনে ধরে, সেক্ষেত্রে দেবের সঙ্গে আবার ছবি করবো। চিত্রনাট্য যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই একসঙ্গে কাজ করবো। অভিনেত্রী হিসেবে ভালো ভালো কাজ করার জন্য মুখিয়ে থাকি। দেব-শুভশ্রী একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রীর সুখের সংসার। উল্লেখ্য, বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা-৪২০’ এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়