১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরের বুকভরা বাওড়পাড় থেকে উদ্ধার সুন্দরী যুবতী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
যশোরের দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাওড়পাড় এলাকা থেকে গভীর রাতে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এক সুন্দরী যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে ফরিদপুর গ্রামসংলগ্ন রাস্তায় মেয়েটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।
পরে কোতোয়ালি থানা পুলিশের এএসআই আলিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের মহিলা মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে মেয়েটির নাম-পরিচয় জানা না গেলেও মঙ্গলবার দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) যশোরের একটি দল তথ্যপ্রযুক্তি ও ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। জানা যায়, তার নাম আজিজা মুবিন। পিতা শিকদার মো. সিদ্দিকুর রহমান এবং মাতা মোসাঃ শাহানারা খাতুন। তাদের ঠিকানা যশোর সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়া, শিক্ষাবোর্ড এলাকায়। হাসপাতালের এক সিনিয়র নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়েটির হাত, পা, নিতম্ব এবং শরীরের স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মেয়েটি বারবার বলছে, ‘আমার কাছ থেকে কেবিন ভাড়া ১২ হাজার টাকা নিছে, আমাকে সেই কেবিনে নিয়ে যান।’ এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। মেয়েটির মানসিক অবস্থা কিছুটা অস্থিতিশীল হওয়ায় তার বক্তব্য অসংলগ্ন হতে পারে। তবে আমরা সম্ভাব্য সব দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়