১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রী মারিয়া ঢাকায় মারা গেছে

নিজস্ব প্রতিবেদক
যশোর মাগুরা সড়কের খাজুরার কোদালিয়া বাজারে বাসচাপায় গুরুতর আহত হওয়া স্কুলছাত্রী মারিয়া সুলতানা (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মারিয়া যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের মেয়ে। সে খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান,মৃত্যুর খবরটি মারিয়ার বাবা তাকে জানিয়েছেন। মেয়েটির মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে এবং জানাজার আয়োজন করা হচ্ছে। গত ২৩ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে কোদালিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয় মারিয়া। বাসটি থামার পর সে ওঠার চেষ্টা করছিল, ঠিক তখনই বাসচালক হঠাৎ বাস চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। এতে মারিয়া গুরুতর আহত হয়। প্রথমে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেদিনই দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়