প্রতিদিনের ডেস্ক:
জাতিসংঘ আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইন বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।চলমান অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছরে এটি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ দ্বিপক্ষীয় বৈঠক।সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।পাকিস্তান হাইকমিশন জানায়, নিউইয়র্কে ফিলিস্তিন ইস্যুতে চলমান জাতিসংঘ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি কানেক্টিভিটি বাড়ানোর প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছেন এবং যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেন।উভয়পক্ষ নিকট ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফরে সম্মত হন।বৈঠকে চলমান ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবিক সংকট নিয়েও আলোচনা হয়। উভয় পররাষ্ট্রমন্ত্রী এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেন। পাশাপাশি, সম্মেলন থেকে কার্যকর ও অর্থবহ ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক টেকসই রাজনৈতিক সমাধান বাস্তবায়ন নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্র যান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনটি দুই দিনব্যাপী নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে।

