সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সংঘবদ্ধ অপরাধ মানব পাচার, বন্ধ হোক শোষণের অনাচার স্লোগানে র্যালি ও আলোচনা সভা সাতক্ষীরা জেলা ব্যাপী ৩০ জুলাই বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে সাতক্ষীরায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ মোস্তফা জামান। তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ছাড়া মানব পাচারের বিরুদ্ধে লড়াই সম্ভব নয়। সরকার ও এনজিও’র সচেতনতামূলক কর্মসূচির কারণে ইতিমধ্যে সুফল মিলছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সম্ভাব্য অভিবাসী, পাচার সারভাইভার ও গণমাধ্যমকর্মীরা। আলোচনায় বক্তারা মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা ও আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন। দিনটি উপলক্ষে মানব পাচারবিরোধী অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

