আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় ভিমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে। মৃত সামছুর গাজী অন্যের ক্ষেতখামারে কৃষি কাজ করে সংসার নির্বাহ করতেন। মৃতের চাচাতো ভাই ওজিয়ার রহমান আজু জানান, বড় ভাই সামছুর গাজী বৃহস্পতিবার সকালে তার পায়ের ব্যথার উপশমে বসজ গাছের আঠা সংগ্রহ করতে বাড়ির পার্শ্ববর্তী বাগানে যায়। সে জানত না সেখানে ভিমরুলের চাক/বাসা আছে। এ সময় গাছে হাত দিতেই হঠাৎ করে চাক থেকে ভিমরুল বেরিয়ে তার সারা শরীরে হুল ফুটিয়ে দেয়। পরে সে ব্যথার যন্ত্রণায় বাড়িতে এসে গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। গ্রাম্য ডাক্তার তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।
বৃহস্পতিবার রাতে হাসপাতালে না গিয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কৈখালী ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

