১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে শতবর্ষী রেনট্রি গাছ উপড়ে রোডে

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জে ব্রিটিশ আমলের লাগানো রেট্রিন কড়াই গাছ অত্যন্ত ব্যস্ততম সড়কে শিকড় থেকে উপড়িয়ে পড়েছে। শনিবার বিকালে কোন কারণ ছাড়াই গাছটি কারেন্টের হেভি ভোল্টের লাইন এবং দোতলা বিল্ডিং এর ছাদে উপর পড়ায় রোড দিয়ে চলাচল মানুষের কোন ক্ষয় ক্ষতি হয়নি। প্রত্যক্ষ দর্শিরা জানায় হঠাৎ করে মড় মড় বিকট শব্দের গাছটি রোডের পশ্চিম পাশে কারেন্টের হেভি লাইন ও দোতলা বিল্ডিং এর ছাদে পড়ে। এসময় রোড দিয়ে মোটরসাইকেল ইজিবাইক বাইসাইকেল রিক্সা ভ্যান ও পায়ে হাটা পথচারীরা চলাচল করছিল । আল্লাহর রহমতে ওই সময় ওই জায়গার পথচারিরা দ্রুত স্থান ত্যাগ করে । তাছাড়া রোডের উপর অংশে গাছটি ফাঁকা থাকায় বড় আকারে কোন ক্ষয়ক্ষতি হয়নি। জানা গেছে পরিবেশবাদীরা বাধা দেওয়াই জেলা পরিষদ শতবর্ষে গাছগুলি টেন্ডার করতে পারেনি । কালিগঞ্জ ভূষণ স্কুল রোডে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রায় অর্ধশত কড়াই গাছ দাঁড়িয়ে আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়