১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ছেলেকে দেখতে এসে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর হাসপাতালে ছেলেকে দেখতে এসে হৃদয়বিদারকভাবে মৃত্যুবরণ করেছেন এক বৃদ্ধ পিতা। মৃত ব্যক্তির নাম আব্দার রহমান (৬৫), পিতা মৃত জব্বার আলী, গ্রাম মাকাপুর, ইউনিয়ন শুকপুকুরিয়া, থানা চৌগাছা, জেলা যশোর। জানা গেছে, আব্দার রহমানের ছেলে আব্দুস সাত্তার (৩২) মুখ দিয়ে রক্ত ওঠার কারণে শুক্রবার যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। শনিবার বেলা দুইটার দিকে ছেলেকে দেখতে এসে আব্দার রহমান হাসপাতালের লেবার্ড ওয়ার্ডের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে থাকা তার বিয়াই নজরুল দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়