২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অ্যাপলের আয় ছাড়িয়েছে ৯ হাজার কোটি ডলার

প্রতিদিনের ডেস্ক
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপল। গত বছরের তুলনায় এ সময় টেক জায়ান্টটির আয় বেড়েছে ১০ শতাংশ। পাশাপাশি আইফোন বিক্রি বেড়েছে ১৩ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপল। গত বছরের তুলনায় এ সময় টেক জায়ান্টটির আয় বেড়েছে ১০ শতাংশ। পাশাপাশি আইফোন বিক্রি বেড়েছে ১৩ শতাংশ। জুনে শেষ হওয়া প্রান্তিকে অ্যাপলের আয় হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি ডলার, যা ২০২১ সালের ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকের পর সর্বোচ্চ। খবর সিএনবিসি।
অ্যাপল জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শুল্ক-সম্পর্কিত খরচ অন্তর্ভুক্ত করেও কোম্পানিটির মোট মুনাফার হার ৪৬-৪৭ শতাংশের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে।প্রতিষ্ঠানটির সিইও টিম কুক বলেন, ‘যেকোনো দৃষ্টিকোণ থেকে এটি ছিল ব্যতিক্রমী একটি প্রান্তিক।’তিনি জানান, যুক্তরাষ্ট্রের শুল্কনীতির ফলে দাম বাড়ার আশঙ্কায় অনেক ক্রেতা আগেই পণ্য কিনেছেন। ফলে আয় প্রবৃদ্ধির ১০ শতাংশের মধ্যে প্রায় ১ শতাংশ এসেছে এসব গ্রাহকের কাছ থেকে।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য এখনো আইফোন। ২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আনার পর এখন পর্যন্ত ৩০০ কোটির বেশি ডিভাইস বিক্রি করেছে অ্যাপল। গত প্রান্তিকে অ্যাপলের স্মার্টফোন বিক্রি ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি ডলারে।
টিম কুক জানিয়েছেন, এ সময় আইফোনের বিক্রি ভালো হওয়ার অন্যতম কারণ ১৬ সিরিজ। আইফোনের সর্বশেষ সংস্করণটি আইফোন ১৫ থেকেও বেশি জনপ্রিয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি জুন প্রান্তিকে অ্যাপল ম্যাক বিভাগও দ্রুত প্রবৃদ্ধি দেখেছে। এ সময় ম্যাকের আয় ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮০৫ কোটি ডলারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়