১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘নাঈম শেখ সাধারণত শট খেলতে পছন্দ করে’

প্রতিদিনের ডেস্ক
চট্টগ্রামের মাটিতে চলছে এইচপি এবং বাংলাদেশ এ দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। আজ রোববার চলছে শেষ ম্যাচও। এই ম্যাচে খেলছেন পেস বোলার মুশফিক হাসান। ইনজুরি থেকে ফিরে এসে বল হাতে পেয়েছেন উইকেটের দেখা। কোচ মিজানুর রহমান বাবুলের মতে, মুশফিকের মতো পেস বোলার বাংলাদেশে খুব একটা দেখা যায় না।
মুশফিককে নিয়ে বাবুল বলেন, ‘মুশফিক আমাদের ভবিষ্যৎ তারকা। তার বোলিংয়ের ধার খুবই ভালো। এরকম সুঠামদেহি পেস বোলার আমাদের খুব কম আছে। তার বোলিং দক্ষতা খুবই ভালো। তবে বিগত দিনগুলোতে সে কিছুদিন পরপরই চোটে আক্রান্ত হচ্ছিল। তাই এটা আমরা খুব ভালোভাবে মনিটরিং করছি। এখন তাকে সুপারফিট মনে হয়েছে।’বাবুল আরও বলেন, ‘তার অ্যাচিটিউড, তার শরীরীভাষা চমৎকার। সে এখন দলকে যতটুকু দিচ্ছে, একটা ছেলে শতভাগ ফিট না থাকলে ওরকম শরীরীভাষা, ফিল্ডিং বা বোলিং করতে পারে না।’
পরে জাতীয় দলের ওপেনার নাঈম শেখকে নিয়ে বাবুল বলেন, ‘নাঈম শেখ সাধারণত শটস খেলতে পছন্দ করে। সে যে ধরনের ক্রিকেট খেলে, সে হয়তো স্লো উইকেটে এতোটা ভালো করতে পারে না। একজন ক্রিকেটার হিসেবে এটা তার মানিয়ে নিতে হবে। সে জাতীয় দলে খেলেছে, সে অনেক অভিজ্ঞ, ভালো ক্রিকেটার হওয়ার কারণেই খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এগুলো মানিয়ে নিয়েই খেলতে হবে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়