সোহেল আহমেদ, কালিগঞ্জ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় বাংলাদেশ কিন্ডার গার্টেন সমিতির কালিগঞ্জ শাখার উদ্যোগে মানববন্ধনে উদ্ধত্যপূর্ণ আচরণ, হুমকি ধামকি এবং তাদের শিক্ষার্থীদের দিয়ে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে হামলার হুমকির প্রতিবাদে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কালিগঞ্জ শাখা।
বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঢাকা খুলনা মহাসড়কে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি নিহার সুলতানা, সাধারণ সম্পাদক আলী রেজা, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোহাম্মদ টিটো। বক্তারা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলিতে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বেশিরভাগ লেখাপড়া করে থাকেন এবং কিন্ডার গার্ডেন বিদ্যালয় গুলিতে উচ্চবিত্তদের ছেলে-মেয়ে লেখাপড়া করেন । বাংলাদেশ কিন্ডার গার্টেন থেকে তাদের শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা আছে। ঐ বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না। বক্তারা বলেন বর্তমান সরকারের সময় উপযোগী সুন্দর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কিন্ডার গার্ডেনের শিক্ষকদের এই উদ্যোক্তপূর্ণ আচরণ, হুমকি ধামকি এবং আসন্ন বৃত্তি পরীক্ষা কেন্দ্রে হামলার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

