১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চিতলমারীতে দোকান থেকে ৪০ ভরি স্বর্ণ লুট

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজারের নিউ মন্ডল জুয়েলার্সের সিন্দুক কেটে ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্রা। বৃহস্পতিবার এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী তাপস কুমার মন্ডল সর্বস্ব হারানোর বেদনায় হাপিত্যেশ করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
জানা যায়, সন্তোষপুর উত্তরপাড়া গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের ছেলে তাপস কুমার মন্ডল গত ২৩ বছর ধরে চিতলমারী সদরের কর্মকার পট্টিতে স্বর্ণের ব্যবসা করেন। গত ০৩ আগস্ট রাতে তার দোকানে ঢুকে সিন্দুক কেটে ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। পরদিন দোকান খুলে এ বিষয়টি দেখে পুলিশে খবর দেওয়া হয়। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানের আশে পাশে থাকা সকল সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন। ক্ষতিগ্রস্ত তাপস মন্ডল এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ঘটনার পর গত তিনদিনেও স্বর্ণ উদ্ধার কিংবা কেউ গ্রেফতার হয়নি। এ অবস্থায় ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী তাপস মন্ডল কিভাবে ঋণ পরিশোধ করবেন, সংসার চালাবেন, দুই সন্তানের লেখাপড়ার খরচ জোগাড় করবেন এই চিন্তায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার স্ত্রী দীপিকা মন্ডল কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত তাপসের ছেলে একাদশ শ্রেণীতে এবং মেয়ে পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। তাপসের দোকানের প্রতিবেশী জ্যোতি টেলিকমের মালিক রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, এই এলাকায় একাধিক ব্যবসা প্রতিষ্টানে সিসি টিভি রয়েছে। সঠিক তদন্ত হলে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব। চিতলমারী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সমীর কর্মকার বলেন, সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত চিতলমারী সদর বাজারে এ ঘটনায় অনান্য ব্যবসায়ীরা উদ্বিগ্ন। এ ঘটনায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন- পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে বিশ্বাস করি। চিতলমারী বাজারের ৩০টা স্বর্ণ ব্যবসায়ী পুলিশকে সব ধরনের সহযোগিতা করবো। এই বিষয়ে বৃহস্পতিবার (০৭ আগস্ট) বাগেরহাটের চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন জানান, ওই দোকানটির আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। মালামাল উদ্ধার ও সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়