১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভারতে প্রকৃতির ডাকে সাড়া দিতে জঙ্গলে গিয়ে সর্বনাশ নারীর

প্রতিদিনের ডেস্ক
ভারতের পূর্ব উপকূলীয় রাজ্য ওড়িশায় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জঙ্গলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক আদিবাসী নারী। ওড়িশার আঙ্গুল জেলার এক জঙ্গলে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, আঙ্গুল জেলার ঘন জঙ্গলের মাঝ দিয়ে চলে যাওয়া এক রাস্তার পাশে ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এই ঘটনায় রাজ্য পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর রয়েছে।পুলিশের কাছে দায়ের করা অভিযোগ ওই নারী বলেছেন, তার এক ভাতিজাকে নিয়ে আঙ্গুল জেলার চহেন্দিপাড়া এলাকার একটি হাসপাতালে যান। তারা সেখান থেকে মোটরসাইকেলে করে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে একটি পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে জ্বালানি নেন এবং খাওয়া-দাওয়া করেন।তিনি বলেন, ফেরার পথে প্রস্রাব করার জন্য নির্জন এক জঙ্গলে যান তিনি। ওই সময় তিনজন ব্যক্তি একটি ট্রাক্টর করে এসে তার ওপর হামলে পড়েন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা জোরপূর্বক তাকে একটি জনশূন্য স্থানে নিয়ে যান। স্থানটি মূল সড়ক থেকে কিছুটা দূরে। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা এবং সেখানে ফেলে রেখে পালিয়ে যান। পরে ওই নারী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানান।গত ৫ আগস্ট স্থানীয় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের দু’জন কিশোর।
পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে আঙ্গুল জেলা পুলিশ। এর মধ্যে অভিযুক্তদের ব্যবহৃত ট্রাক্টর, দু’টি মোবাইল ফোন এবং ঘটনার সময় অভিযুক্তদের ও ভুক্তভোগীর পরনে থাকা পোশাক রয়েছে।
সূত্র: এনডিটিভি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়