১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুর ইটভাটা ভাটা মালিক সমিতির কমিটি : সভাপতি মিঠু-সম্পাদক মাহবুব

জি এম ফারুক আলম, মণিরামপুর
রবিউল ইসলাম মিঠুকে সভাপতি এবং মাহবুব হাসান ফারুককে সাধারন সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট্য মণিরামপুর ইটভাটা মালিক সমিতির কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি বাবর আলী জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি নাজির আহম্মেদ মুন্নু বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক সেলিম রেজা। উপজেলা ইটভাটা মালিক সমিতির নেতা মাহববু হাসান ফারুকের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবীন নেতা মোঃ মুছা, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জামায়াত ইসলামীর জেলা সূরা সদস্য মাওলানা মহিউল ইসলাম। উপস্থিতি ছিলেন সংগঠনের উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা। আলোচনা সভা শেষে রবিউল ইসলাম মিঠু সভাপতি ও মাহবুব হাসান ফারুক সাধারন সম্পাদক নির্বাচিত হন। এছাড়া কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সভাপতি আক্তারুল ইসলাম, সহসভাপতি ইয়াকুব আলী গাজী, আয়ুব আলী গাজী, সহসাধারন সম্পাদক আব্দুল মালেক ও আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, সহ-সাংগঠনিক মোঃ জামশেদ আলী, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবুল হাশেম মন্টু, প্রচার সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক তাজাম্মুল হোসেন ও ১৮জনকে নির্বাহী সদস্যসহ তিনজন উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়