১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন শুল্কহার কার্যকর আজ থেকে

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে আজ থেকে নতুন শুল্কহার কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, এ নতুন শুল্ক হার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ওপর প্রযোজ্য হবে। সংশোধিত হারে বাংলাদেশকে এখন থেকে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে, যার ফলে মোট শুল্কহার দাঁড়াচ্ছে ৩৬ দশমিক ৫ শতাংশ।বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হওয়া শুল্ক হারের কারণে তৈরি পোশাক খাতসহ রপ্তানিনির্ভর শিল্পে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর চূড়ান্ত শুল্কহার ঘোষণা করেন। গত এপ্রিলে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন ট্রাম্প, পরে জুলাইতে তা ৩৫ শতাংশে নামিয়ে আনেন। মার্কিন প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত ২০ শতাংশ অতিরিক্ত শুল্কে এসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সম্প্রতি তাদের বিবৃতিতে জানিয়েছে, এর আগে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে ১৬ দশমিক ৫ শতাংশ হারে শুল্ক দিতে হতো। এখন যে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারিত হয়েছে তার ফলে বাংলাদেশের মোট শুল্কের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫ শতাংশে, যা সুনির্দিষ্টভাবে বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন হারে প্রযোজ্য হবে।বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। আবার যত পণ্য দেশটিতে বাংলাদেশ রপ্তানি করে তার ৮৬ শতাংশের বেশি হলো তৈরি পোশাক।২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ রপ্তানি করেছে ৭ দশমিক ৫৪ বিলিয়ন বা ৭৫৪ কোটি ডলারের গার্মেন্ট পণ্য।এদিকে, ট্রাম্প মধ্যরাতে তার সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এখন মধ্যরাত! বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আমেরিকায় ঢুকছে!”একইদিনে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়িয়ে মোট ৫০ শতাংশে উন্নীত করেছে। হোয়াইট হাউস বলছে, এটি মূলত ভারতের রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধে চাপ সৃষ্টির একটি কৌশল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও ভিত্তিহীন’ বলে নিন্দা জানিয়েছে। ভারতের জন্য এই শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট থেকে।এদিকে, প্রযুক্তি খাতে নতুন করে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, যেসব টেক কোম্পানি আমেরিকায় বিনিয়োগ করবে না, তাদের বিদেশে তৈরি চিপসেটের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরপর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আমেরিকায় ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়