উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৪০) নামের এক কৃষক আহত হয়েছে। ঘটনাটি ঘটে ৬ আগস্ট(বুধবার)রাত ৮টা ১০ দিকে নূরনগর উত্তর হাজীপুর রোডের সাধুর চা দোকানের সামনে। আহত কৃষক হলেন, উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের আব্দুল বারী গাজীর ছেলে। স্থানীয়রা জানান, রবিউল ইসলাম ও শফিকুল শেখ দুইজনে দীর্ঘদিন ধরে কৃষি কাজের সাথে যুক্ত। সম্প্রতি তারা এক বিঘা জমিতে ধান চাষের জন্য চারা প্রস্তুত করেন। খুব ভোরে আলাউদ্দিন, সাজ্জাদ ও হান্নান নামের তিনজন ব্যক্তি সেই চারা চুরি করে করিম মোড়ল নামের আরেকজনের কাছে বিক্রি করে দেয়। পরে করিম সেই চারা তার জমিতে রোপণ করেন। সকালে চারা না পেয়ে দুই কৃষক খোঁজাখুঁজি শুরু করলে এক ব্যক্তি জানায়, তাদের চারা করিমে জমিতে রোপণ করা হয়েছে এবং তা সরবরাহ করেছে আলাউদ্দিন ও তার সহযোগীরা। বিষয়টি জানতে চাওয়া মাত্রই আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে ওঠে।এ বিষয়ে করিম মোড়ল বলেন, আমি কিছুই জানতাম না। তারা আমার কাছে চারা বিক্রি করেছে, আমি টাকাও দিয়েছি। পরে তারাই আমার জমিতে মজুরি করে সেই চারা রোপণও করেছে। চারা চুরি হয়েছে এই অভিযোগের ব্যাপারে আমি একেবারেই অবগত নই।এ ঘটনার প্রতিকার চেয়ে তারা স্থানীয় ইউপি সদস্য মোবারক হোসেন মন্টুর কাছে বিচার দিলে তিনি তাদের সন্ধ্যায় আসতে বলেন। নির্ধারিত সময়ে গেলে ইউপি সদস্য আবার আধাঘণ্টা অপেক্ষা করতে বলেন। এরপর তারা হাজীপুর রোডে সাধুর চায়ের দোকানে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই আলাউদ্দিন গাজীর ছেলে আসাদ আলি (৪০), আসাদের ছেলে রানা (১৮), নুর আলী সরদারের ছেলে হান্নান (৪৩) ও তার ছেলে হাসান (১৫) সেখানে গিয়ে দুই কৃষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে রানা পকেট থেকে ছুরি বের করে রবিউল ইসলামের পিঠে ঢুকিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ছুরিকাঘাতের ঘটনায় দুইজনকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

