২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ  । ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইংল‌্যান্ডে ধর্ষণের অভিযোগ হায়দার আলীর বিরুদ্ধে

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তানের ক্রিকেটার হায়দার আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশের অপরাধ তদন্তের আওতায় রাখা হয়েছে তাকে। গ্রেফতারও করা হয়েছিল। পরবর্তীতে জামিন পেয়েছেন। তবে তাকে ইংল‌্যান্ড ছাড়তে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তদন্ত শেষ না পর্যন্ত ২৪ বছর বয়সী ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে। তার বিরুদ্ধে অভিযোগের ধরন নিয়ে কোনো কিছু এখনও জানানো হয়নি। পাকিস্তান শাহিনসের (পাকিস্তান এ দল) হয়ে ইংল্যান্ড সফরে যাওয়া এ ক্রিকেটারকে গ্রেফতার করেছিল গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। পুলিশের তরফ থেকে মেইলে বলা হয়, ‘‘২০২৫ সালের ৪ আগস্ট সোমবার ধর্ষণের একটি অভিযোগ পাওয়ার পর আমরা ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি। অভিযোগ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ২৩ জুলাই ম্যানচেস্টারে। পরবর্তী তদন্তসাপেক্ষে (অভিযুক্ত) সেই ব্যক্তি এখন জামিনে আছেন। ভুক্তভোগীর পাশে আছেন (পুলিশ) কর্মকর্তারা।’’ ইংল‌্যান্ড থেকে তার অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দল এবং নেপাল ও অস্ট্রেলিয়ার স্থানীয় কয়েকটি ক্লাবের বিপক্ষে ‘টপ এন্ড টেন’ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে পিসিবি মোহাম্মদ ফাইককে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে। ২৪ বছর বয়সী হায়দার পাকিস্তানের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি ও ২টি ওয়ানডে খেলেছেন। গত বছর বিপিএল খেলেছেন চিটাগং কিংসের হয়ে। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ‘‘যুক্তরাজ্যের আইনি প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন ও সম্মান করে পিসিবি এবং এই তদন্তকে নিজস্ব গতিতে চলতে দেয়ার গুরুত্বও স্বীকার করছে। হায়দারকে সাময়িকভাবে নিষিদ্ধ (সাসপেন্ড) করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার নিষেধাজ্ঞা থাকবে। আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনে নিজস্ব নীতিমালা অনুযায়ী পিসিবি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।’’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়