১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ কোলা বেগবতী নদীতে ব্রিজ নির্মাণে ধীর গতিতে ৪০ গ্রামের মানুষের ভোগান্তি

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঠিকাদারের চরম গাবলতীর কারণে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার কোলা ও জামাল ইউনিয়নের মাজদিয়ে বয়ে যাওয়া বেগবতী নদীর উপর ব্রিজ দিয়ে ২০ গ্রামের মানুষ কোলা বাজার সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান অবলম্বন বেগবতি নদীর উপর এই ব্রিজ। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং এর পরিধি বাড়ানোর জন্য নতুন করে নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালে ডিসেম্বর মাসে । শেষ হওয়ার কথা ২০২৫ সালে জুন মাসে। অথচ ঠিকাদার প্রতিষ্ঠানের চরম গাবলতির কারণে ব্রিজের কাজ এখনো পর্যন্ত তেমন দৃশ্যমান হয় নাই ।

ঠিকাদার অত্যন্ত নিম্নমানের দায়সাড়া বাশ ও কাঠ দিয়ে কোনরকম বাইপাস সড়ক তৈরি করেছিল। এই বাইপাস সড়কের উপর দিয়ে কোনরকম রিক্সা, ভ্যান, বাইসাইকেল, আলম সাধু ও মোটরসাইকেল চলাচল করছিল কিন্তু এবারের অতি বর্ষণের কারণে সেই বাইপাস সড়কটি নদীর গর্ভে বিলীন হয়ে মানুষের চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। জামাল ইউনিয়ন ১০ গ্রামের জনসাধারণ ৮ কিলো রাস্তা ঘুরে কোলা বাজারে বেচাকেনা করতে আসতে হয় । ভুক্তভোগীরা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে কোন রকম সাঁকো তৈরি করে জীবনে ঝুঁকি নিয়ে কোলা বাজার ও কালিগঞ্জ থানা শহর সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে। যে কোন সময় ভেঙে পড়তে পারে তাছাড়া কুলা বাজার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা নদীর গর্ভে পড়ে জীবন নাশ হতে পারে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসন কোন ভুরুক্ষেপ করছে না। এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্রিজটি নির্মাণ খরচ ৪ কোটি ৫৬ লক্ষ টাকা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়