সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহ যশোর ৬ লেন মহাসড়কের জন্য অধিগ্রহনকৃত জমির যে নামমাত্র মূল্য নির্ধারন করা হয়েছে, তা মানতে রাজি না দুপাশের জমির মালিকরা। শহরের প্রান কেন্দ্রে কোটি টাকা শতকের জমি নামমাত্র ৬/১০ লাখ নির্ধারন করে অধিগ্রহনের চূড়ান্ত চিঠি দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন মৌজার ৫/১০ লাখ টাকা শতকের জমি ৫ থেকে ২৫/৩০ হাজার টাকা নির্ধারন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবী অর্ধশত বছর আগের জমির মৌজা রেট বাতিলসহ মহাসড়কের জন্য অধিগ্রহনকৃত জমি ও স্থাপনার বর্তমান বাজার মূল্য দিতে হবে। এমন দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ -যশোর ৪৭ কিলোমিটার ছয়লেন মহাসড়কের দু’ধারের অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার কয়েকশত মালিকগন রোববার সকালে মেইন বাসষ্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন, সড়ক অবরোধ ও মিছিল সহকারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর প্রেরিত এক স্বারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহাজ্ব শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম, জামির হোসেন, তৌহিদুল ইসলাম তোহিদ সহ কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠু। বক্তারা বলেন দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ।এমনকি তাদের জমির উপর দিয়ে ছয় লাইনের রাস্তা নির্মাণ করতে দেবেন না।

